আমাদের কি কোভিড হচ্ছে না বা হবে না?

আজ ২৩ অক্টোবর ২০২১ । আমার জন্ম ২০০৩ সালের ১৭ নভেম্বর অর্থাৎ আজকের দিনে আমার বয়স ১৭ বছর ১১ মাস ৬ দিন। কলেজে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদানের জন্য চাওয়া কিছু তথ্য জন্মনিবন্ধনের ফটোকপিতে শিক্ষাবর্ষ, মোবাইল নম্বর, শ্রেণী রোল নিয়ে গেলাম। কিন্তু গিয়েই হতবাক আমি! কেননা গিয়েই শুনি যে, আমার বয়স নাকি শর্তমতে ১১ মাস ৫ দিন বেশি।

কতৃপক্ষের শর্তমতে, ১৭ বছর অথবা ১৭ বছরের কম অর্থাৎ আজকের দিন হিসাবে ২০০৪ সালের ২৩ অক্টোবর কিংবা এই তারিখের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে শুধুমাত্র তারাই ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধিত হবে অর্থাৎ তারা টিকা পাবে।

অন্যদিকে, সাধারণভাবেই ১৮ বছর অথবা ১৮ বছরের বেশি বয়স যাদের অর্থাৎ আজকের দিন হিসাবে ২০০৩ সালের ২১ অক্টোবর কিংবা এই তারিখের পূর্বে জন্মগ্রহণ করেছে তারা সকলেই ভ্যাকসিন পাচ্ছে বা পাবার জন্য নিবন্ধিত হচ্ছে।

তবে মধ্যবর্তী ১ বছর ? যারা ২২ অক্টোবর, ২০০৩ থেকে ২১ অক্টোবর, ২০০৪ এর মধ্যে জন্মগ্রহণ করেছে ।

তাদের কি কোভিড-১৯ হচ্ছে না বা হবে না ‍? এদেরকে কেন ভ্যাকসিনের জন্য নিবন্ধিত করা হচ্ছে না?

লেখক: রোহিত রায়
শিক্ষার্থী, একাদশ শ্রেণী, সরকারি এম এম কলেজ, যশোর।