২১ যাত্রী নিয়ে বিমানে আগুন

যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসে একটি বিমান যাত্রা শুরুর সময় একটি বিমানে আগুনে ধরে গেছে। সৌভাগ্যক্রমে ২১ যাত্রী ও ক্রুসহ বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ার আগেই বিমান থেকে লাফিয়ে পড়ে। তারা সকলেই নিরাপদে আছে। খবর এনডিটিভির।

টেলিভিশনের ছবিতে দেখা গেছে, অগ্নিনির্বাপন কর্মীরা বিমানের আগুন পানি দিয়ে নেভাচ্ছেন।

জরুরি সেবার পরিচালক টিম গিবসন বলেন, যাত্রী ও ক্রুরা ‘হতবাক হয়ে গিয়েছিল, তারা খুব, খুব হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তারা সবাই আত্মরক্ষা করেছিল’।

আরো পড়ুন:
শচীনের পর বাংলাদেশি সাদিদে প্রশংসায় শেন ওয়ার্ন
বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে উড়োজাহাজটি বোস্টনের উদ্দেশে যাত্রা শুরু করে।  উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি টেক্সাসে বিধ্বস্ত হয়।

অক্টোবর  ২০.২০২১ at ১৬:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ