নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

পটুয়াখালীর দুমকিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে নৌকা-জালসহ আটককৃত ২জেলের প্রত্যেককে ১বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। দুপুর ১টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে আটককৃত ২ জেলে সাহাবুদ্দিন (৩০), মানিক গাজী (৩৫) কে ১বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

আরো পড়ুন :
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচজনের নামে দুদকে মামলা
সংবাদ প্রকাশের পর শার্শায় ভিজিডির চাউল আত্বসাতের তদন্ত শুরু

ধৃত জেলেদ্বয়ের বাড়ি উপজেলার লেুখালী ইউনিয়নের পশ্চিম লেবুখালী গ্রামে। উপজেলা মৎস্য বিভাগের সহকারি ফিল্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শাহিন জানান, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত একটানা পায়রা ও পাতাবুনিয়া নদীতে অভিযান চালিয়ে ২হাজার মিটার কারেন্ট জাল, ৩টি নৌকা জব্দ ও ২জেলেকে আটক করে মৎস্য বিভাগের অভিযানিক টিম। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।

অক্টোবর ১৯.২০২১ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোজউ/রারি