শেখ রাসেল দিবসে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে ঋদ্ভিক

শেখ রাসেল দিবসকে কেন্দ্র করে “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, যশোর জেলা শাখার” উদ্যোগ ও আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত “কবিতা আবৃত্তি” প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম স্থান অধিকার করেছে ক্ষুদে অভিনয়শিল্পী ঋদ্ভিক রায় (০৭)।

ঋদ্ভিক যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণীর একজন ছাত্র। কবিতা আবৃত্তির সাথে সাথেই অভিনয়েও ঝোঁক এই সাত বছরের শিশুটির । একটি জাতীয় জনপ্রিয় বিজ্ঞাপনেও দেখা যাই এই ছোট্ট ঋদ্ভিককে। এছাড়াও পথনাটক, গীতিনৃত্যনাট্য সহ বিভিন্ন ডকুমেন্টারিতেও কাজ করার সুযোগ হয়েছে এই শিশু-অভিনয়শিল্পীর।

আরো পড়ুন :
ঝিনাইদহে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন
ঝালকাঠিতে মাদক কারবারি গ্রেপ্তার

জানা যায়, গেল ১৫ আগস্টেই শোক দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা সংসদ এর আয়োজনে কবি নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে নির্মিত নাটিকাটাতে শেখ রাসেলের চরিত্রে অভিনয় করছে এই শিশু-অভিনয়শিল্পী ঋদ্ভিক।

অক্টোবর ১৮.২০২১ at ২২:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঋর/রারি