মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

রাংগুনিয়াস্থ মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস’ উদযাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রকাশ করা হয় একটি সুদৃশ্য দেয়ালিকা যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখা বিভিন্ন কবিতা, গল্প স্থান পায়। এ উপলক্ষে বিদ্যালয় কক্ষ রংবেরং এর বেলুন ও কাগজ দিয়ে সজ্জিত করা হয়।

আরো পড়ুন :
রিং আইডির কার্যক্রম পুনরায় চালুসহ চার দফা দাবি গ্রাহকদের
আশুলিয়ায় ১১ বছরের শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা

শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শায়লা শরমিন। শেখ রাসেলের জীবনের নানা দিক নিয়ে শিক্ষকমন্ডলী আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অক্টোবর ১৮.২০২১ at ২১:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি