পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক দর্জির মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছৈয়দ আহমদ (৫৮) নামের এক দর্জির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউপির ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি একই এলাকার মৃত মৌলভী মনির আহমদের পুত্র। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল সিকদার বলেন, নিহত ছৈয়দ আহমদ বাড়ির সামনে একটি ছোট দোকান নিয়ে দর্জি ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করেন।

আরো পড়ুন :
শিবগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ঝিনাইদহে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

দুপুরে নিজ পুকুর থেকে মাটি কেটে বাড়িতে এসে বিদ্যুত ফ্যানের বাতাসে ঠান্ডা হতে সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বিদ্যুৎস্পৃষ্টে নিহত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান।

অক্টোবর ১৮.২০২১ at ২০:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমজু/রারি