শিবগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

আসন্ন ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৬৫জন চেয়ারম্যান প্রার্থী সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।

সোমবার উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত ১১জন, জাতাীয় পার্টি মনোনীত ৩জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ২জন ও স্বতন্ত্র ৪৯ জন চেয়ারম্যন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র ৩জন নারী চেয়ারম্যান প্রার্থী রয়েছে।

আওয়ামীলীগ, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাদের নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে আনন্দঘন পরিবেশে এ মনোনয়নপত্র জমা দেন।

উপজেলার রির্টানিং কর্মকর্তাদের তথ্য মতে, ময়দানহাট্টা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮জন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস. এম. রুপম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথীরা হলেন, মো. আবু জাফর, মোছা. শাহানা খাতুন, মেজবাউল আলম, মো. সাদ্দাম হোসেন, আব্দুস ছামাদ, সাবেক চেয়ারম্যান খন্দকার রমজান আলী ও খন্দকার এন. এ. আই. কে. এ. মো. মাহবুব মোর্শেদ।

বিহার ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬জন। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মতিউর রহমান মতিন, জুলফিকার হাসান শাওন, সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, মো. মোনায়েম হোসেন ইকবাল ও মোছা. খালেদা আক্তার।

কিচক ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫জন। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ. বি. এম. নাজমুল কাদির চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত মো. জামিরুল ইসলাম রনি, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. আব্দুল আলিম, মো. মোমিনুল ইসলাম চৌধুরী ও মো. শাহজাহান আলী।

আটমূল ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৪জন। আওয়ামীলীগ মনোনীত মো. মিজানুর রহমান, জাতীয় পার্টি মনোনীত মো. নজরুল ইসলাম বাসু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন ও মো. বেলাল হোসেন।

শিবগঞ্জ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৭জন। আওয়ামীলীগ মনোনীত মো. শহীদুল ইসলাম শহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফরিদ মিঞা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল ওয়ারেছ আকন্দ, সাবেক চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক, মো. রাকিব আকন্দ ও মো. শফিকুল ইসলাম সান্তু।

বুড়িগঞ্জ ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬জন। আওয়ামীলীগ মনোনীত রেজাউল করিম চঞ্চল, জাতীয় পার্টি মনোনীত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. ওবায়দুর রহমান, মো. আব্দুল মান্নান প্রামানিক, মো. সাইদুর রহমান ও মো. আহসান হাবীব (আজিজুল)। এই ইউনিয়নের নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের মৃত্যুতে তার ছেলে আওয়ামীলীগের প্রার্থী হয়েছে।

দেউলী ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৭জন।আওয়ামীলীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রধান, মো. শাহজাহান, মো. সাজ্জাদ হোসেন সরকার টুটুল, মো. শহিদুর ইসলাম সরকার, মো. মোতাহার হোসেন ও মো. সহিদুল ইসলাম।

মাঝিহট্ট ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫জন। আওয়ামীলীগ মনোনীত মো. আব্দুল গফুর মন্ডল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মো. আকবর আলী তালুকদার, মো. ময়েন উদ্দিন শেখ, মো. মাহফুজার রহমান ও এসকেন্দার আলী সাহানা।

পীরব ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬জন। আওয়ামীলীগ মনোনীত বর্তমান জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হুসাইন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. মোজ্জামেল হক মন্ডল, মোছা. শামীমা আকতার, মো. আসিফ মাহমুদ ও মো. মতিয়র রহমান। এই ইউনিয়নের বিএনপির বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক নির্বাচনে অংশগ্রহণ করেনি।

রায়নগর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৬জন। আওয়ামীলীগ মনোনীত মো. শাহজাহান কাজী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি, মো. তাজুল ইসলাম, মো. শফিউজ্জামান (ছাইফুল), মো. শফিকুল ইসলাম শাহিন ও মো. হাফিজুর রহমান হিরু।

সৈয়দপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ৫জন। আওয়ামীলীগ মনোনীত মো. মহাতাব উদ্দিন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন তৌফিক, মো. আব্দুল মোত্তালিব, মো. হুমায়ন কবীর ও মো.ছানোয়ারুল ইসলাম।

আরো পড়ুন :
“বগুড়া কাহালুতে শেখ রাসেল দিবস-২০২১ পালিত”
শেখ রাসেল’র জন্মবার্ষিকীতে এমপি প্রিন্স’র শ্রদ্ধাঞ্জলি অর্পন

আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সফি ও মতিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা যুবসংহতির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির সদস্য হুসাইন শরিফ সঞ্চয়, ব্যরিস্টার তাজবির শরিফ সাম্যসহ বিপুল পরিমান নেতাকর্মী।

জাতীয় পার্টির মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলীসহ দলীয় নেতাকর্মী।

রায়নগর ইউপির বর্তমান চেয়ারম্যান শফি বলেন, সাধ্যমতো ইউনিয়নবাসীর সেবা করার চেষ্টা করেছি। আশা করছি আগামী নির্বাচনে জনগন আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছে। আশা করি এবারের ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে।

অক্টোবর ১৮.২০২১ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি