নৌকার একক প্রার্থী নির্ধারণে পেকুয়ায় উজানটিয়া আ’লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্টিত

কক্সবাজারের পেকুয়ায় আসন্ন উজানটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণ উপলক্ষে উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরী বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় উজানটিয়ার সোনালী বাজারে সোনালী ইউ এম কিন্ডার গার্ডেন হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিমের সভাপতিত্বে ও সম্পাদক এম শাহ জামালের সঞ্চালনায় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মজিদের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উজানটিয়ার দু-বারের নির্বাচিত চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর, হেলাল উদ্দিন চৌধুরী বল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক জামাল মেম্বার, আবদুল গফুর, জয়নাল আবদীন, আবু তৈয়ব, জয়নাল হাজারী, আলী আহমদ, আহমদ ছফা, আকতার আহমদ, এনাম ও ছাত্রলীগ নেতা আবদুর রহমান জয় প্রমূখ।

সভায় নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে ৬ জনের নাম উঠে আসে। তারা হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. তোফাজ্জল করিম, বর্তমান চেয়ারম্যান এম. শহিদুল ইসলাম, সম্পাদক শাহ জামাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন ও হেলাল উদ্দিন বল্লাহ।

বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন দলীয় মনোনয়ন বিষয়ে আজকের সভায় যাদের নাম উঠে এসেছে তারা সমঝোতায় আসতে না পারলে সবার নাম জেলা বা কেন্দ্রে পাঠাবার অনুরোধ জানান। পাশাপাশি কোন বসন্তের কোকিল বা অনুপ্রবেশকারীর নাম যাতে তালিকাভুক্ত করে জেলা বা কেন্দ্রে না পাঠানোর জোর দাবীও জানান।

আরো পড়ুন :
শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কাজিপুরে জলবায়ু পরিবর্তন, বাস্তুচ্যুতি এবং অভিবাসন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

সভায় ইউনিয়ন যুবলীগের সম্পাদক মিজবাহ উদ্দিন ও সাবেক এক ছাত্রনেতার বক্তব্যে দলে অনুপ্রবেশের চেষ্টাকারী এক ব্যক্তির নাম প্রস্তাব করায় উপস্থিত নেতাকর্মীদের তোপের মূখে পড়ে তারা। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে দল বহির্ভূত ব্যক্তির নাম প্রস্তাব করার এখতিয়ার দলের কোন পদবীধারী নেতার আছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবী জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম ও সম্পাদক শাহ জামালসহ সিনিয়র নেতাদের কাছে।

অন্যথায় এ বিষয়ে জেলা কিংবা কেন্দ্রের শরণাপন্ন হওয়ারও হুশিয়ারী দেন। সভায় ইউনিয়ন সহ-সভাপতি আলী আকবর বক্তব্য চলাকালীন অনুপ্রবেশকারী ব্যক্তি আকরাম সভায় প্রবেশ করার পর পর সহ-সভাপতির চেয়ারে বসতে দেয়ার প্রতিবাদে দলের নেতাকর্মীরা সভাপতির বক্তব্য না শুনে একে একে অধিকসংখ্যক নেতাকর্মী অনুষ্টানস্থল ত্যাগ করেন।

সভাপতির বক্তব্যে এম তোফাজ্জল করিম উপস্থিত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, দলের নেতাকর্মীদের দাবীকৃত প্রশ্নের বিষয় পাশকাটিয়ে বলেন, যেহেতু দলের তৃণমুলের নেতাকর্মীরা একক প্রার্থী করার বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি সেহেতু কাউকে ছোট কিংবা বড় করে দেখার মন-মানষিকতা আমাদের নেই। তাই আজকে নৌকার প্রার্থী হিসাবে যাদের নাম এসেছে তাদের সবার নাম উপজেলা বরাবর পাঠিয়ে দেব। সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভার সমাপ্তি ঘোষণা করেন।

অক্টোবর ১৬.২০২১ at ২২:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি