পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-২

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। দেশব্যাপী পালিত হচ্ছে পূজা। পূজা দেখতে এক স্থান থেকে অন্য স্থানে যায় দর্শনার্থীরা। তেমনই পূজা দেখতে যাওয়ার পথে আলমসাধুর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়নের কালিবাড়ি সড়কে ঘটনাটি ঘটেছে।

নিহত দুই জন হলেন- হিরামন মন্ডল (২৫) ও সজিব মন্ডল (২১)। এর মধ্যে হিরামন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত রিপন মন্ডল (২৪) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

আরো পড়ুন:
কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান মন্টুর বিরুদ্ধে অন্তহীন অভিযোগ
দীর্ঘ ৪৫ বছর পর দেখা ঘনিষ্ঠ দুই বন্ধুর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশনের কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, বিকালে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মারাত্মক আহত হন। তারা আশাশুনির দিক থেকে কালিবাড়িতে পূজা দেখার জন্য যাচ্ছিলেন।

অক্টোবর  ১৪.২০২১ at ২০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাটি/জআ