শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটে পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভারতীয় সহকারি হাই-কমিশনার সনজিব কুমার ভাট্টি।

বুধবার দিনব্যাপী জেলার বৃহৎ পূজা অর্চনা কেন্দ্র, বারোয়ারী মন্দির, শিব মন্দির, মাদারগঞ্জ মন্দির, পালী মন্দিরসহ খনঞ্জনপুর মহাশ্মশান পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নন্দ কিশোর আগারওয়ালা , হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান জেলা শাখার আহ্বায়ক রতন কুমার খাঁ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র মন্ডল সহ জয়পুরহাট অনলাইন ভিত্তিক সনাতন পরিবার এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো পড়ুন :
রাজশাহীতে শিশু সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালালো মা!
ঝালকাঠিতে শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

উল্লেখ্য পূজা মন্ডপ পরিদর্শন কালে সনাতন ধর্মীয় অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়, একই সাথে পূজা অর্চনার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সকলকে সজাগ থেকে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার আহ্বান জানান ভারতীয় সহকারি হাই-কমিশনার সনজিব কুমার ভাট্টি।

অক্টোবর ১৪.২০২১ at ১৯:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি