চিতলমারীতে অভিনব কায়দায় সেনা সদস্যের টাকা নিয়ে উধাও

বাগেরহাটের চিতলমারীতে অভিনব কায়দায় দিবালোকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে প্রতারক চক্র উধাও হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় চিতলমারী গোহাট মসজিদের পুকুরঘাট থেকে ওই সেনা সদস্যের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় প্রতারকচক্র।

উপজেলার হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাজী মো. কেরামত শেখ জানান, বুধবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা সদর বাজারের অবস্থিত সোনালী ব্যাংক থেকে তিনি ২ লাখ টাকা উত্তোলন করেন। এ সময় তিনি মাছের আড়তে পাওনা ৪০ হাজার টাকা নিয়ে গোহাট সংলগ্ন দোকানে ঔষধ কিনতে যান।

আরো পড়ুন :
ঝিনাইদহে সারা বাংলা ৮৮ প্যানেল এর জাকজমকপুর্ন ভাবে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সব ধর্মের মানুষকে শেখ হাসিনা সমান গুরুত্ব দেন- এমপি কাজী নাবিল

পেছন থেকে একজন তাঁকে জানায় আপনার কাপড়ে ময়লা লেগেছে। তিনি ময়লা পরিস্কার করার জন্য গোহাট মসজিদের পুকুর ঘাটে নামলে পেছন থেকে প্রতারক চক্র কৌশলে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে তিনটি ব্যাংকের চেক বইসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন জানান, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রতারক চক্রের ব্যাপারে খোঁজ করে দেখা হচ্ছে।

অক্টোবর ১৩.২০২১ at ২০:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সসম/রারি