সব ধর্মের মানুষকে শেখ হাসিনা সমান গুরুত্ব দেন- এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশের নেতৃত্ব দিচ্ছেন। উন্নয়নের জোয়ার তুলেছেন। শেখ হাসিনার এই সফলতায় হিন্দু-মুসলমান সবার অবদান রয়েছে। উন্নয়নে সব জাতি সমান তালে অগ্রসর হচ্ছে। সব ধর্মের মানুষের প্রতি শেখ হাসিনার সমান নজর রয়েছে।

সব ধর্মের মানুষই তাঁর কাছে সমান। ধর্মের ভিত্তিতে তিনি কোন জাতিকে বিশেষ গুরুত্ব দেন না। চাকরি, ব্যবসাসহ নাগরিক সুবিধা সকলেই সমান পায়। সম্প্রদায়িকতার বীজ চিরতরে নিমূল করার জন্য তিনি চেষ্টা করছেন। উগ্র ধর্মবাদী তিনি রেহায় দেন না। বুধবার (১৩ অক্টোবর) চাঁচড়া বর্মণপাড়া পূজা মন্দিরে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মের মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুর সার্বিক আয়োজনে চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রকাশ বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেলিম রেজা পান্নু ও চাঁচড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রবিন বর্মণ।

আরো পড়ুন :
দুমকিতে জাতীয় শ্রমিকলীগের প্রতিবাদ সভা
কেশবপুরে জলাবদ্ধ ২৭ বিলের পানি কমতে শুরু করেছে

মাহাফুজুর রহমান মানিকের সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, সদস্য কেরামত আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, যুবলীগ নেতা জাহিদ হাসান, শহর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এর আগে নাগরিক অধিকার আন্দোলন কমিটির নেতৃবৃন্দের সাথে কাজী নাবিল আহমেদ মতবিনিময় সভা করেন। সংগঠনের আহবায়ক মাস্টার নূরজালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন কমিটির সদস্য অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব, সদস্য আহসান উল্লাহ ময়ন, সদস্য অ্যাডভোকেট সেতারা খাতুন, আহসানুর রহমান, আশরাফুল গাজী ও শরীফ এ মাসউদ হিমেল।

এ সময় যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৩.২০২১ at ১৯:৩৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি