দিনাজপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুরের বিরল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এ সময় মন্ত্রী বলেন দেশে চিকিৎসা ব্যবস্থা বহির্বিশ্বের চেয়ে অনেক উন্নত। তারপরও অনেকে বাইরে চিকিৎসার জন্য যায়। দিনাজপুরের মত জেলায় বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা কে নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নিয়েছেন।

সকালে দিনাজপুর বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে ফিতা কেটে এম্বুলেসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।

আরো পড়ুন :
হাত ছাড়াই তিনি বিশ্বের প্রথম ‘কার রেসার’ বারটেক ওস্টালোভস্কি
কোটচাঁদপুরে নিটল টাটার “বন্ধু সুরক্ষা” মতবিনিময়

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিকী সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

এরপরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি আযয়োজিত মাসিক সভায় স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনা করেন।

অক্টোবর ১৩.২০২১ at ১৫:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোআহো/রারি