পাবনায় জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত

পাবনায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন। মুখ্য আলোচক এর বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের।

আরো পড়ুন :
বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির ১৭ শিক্ষক
হাত ছাড়াই তিনি বিশ্বের প্রথম ‘কার রেসার’ বারটেক ওস্টালোভস্কি

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

এসময় আরো বক্তব্য দেন উপ সহকারী প্রকৌশলী আবু সাইদ শিখন, আদর্শ কৃষক বিপ্লব কুমার সেন। অতিরিক্ত উপ পরিচালক আব্দুল লতিফ এর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা। এসময় উপজেলার প্রায় ৮০জন কৃষক উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৩.২০২১ at ১৫:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি