সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা পুজার মহা সপ্তমী

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা। ঢাকের বাদ্য, কাশর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনীতে মুখরিত পুজা মন্ডপ। আজ মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে মহা সপ্তমী।

চক্ষু দানের মাধ্যমে আবাহন করা হয়েছে দেবী দূর্গার। নবপত্রিকা প্রবেশ, দেবী স্নান ও চন্ডীপাঠ করে আজ সকালে সিংহবাহীনির সপ্তমীবিহীত পুজা সম্পন্ন হয়েছে। আসুরিক শক্তিকে পৃথিবী থেকে দুর করতে ষেড়শপচারে আরাধনা করা হয়েছে দুর্গতিনাশীনি দেবী দুর্গার।

আরো পড়ুন :
দ্রব্য মূল্য বাড়লেও বাড়েনি মানুষের দাম
চাকরির খোঁজে ঢাকায় এসে গাড়িচাপায় তরুণ নিহত

দেবী দুর্গা ভক্তদের পাপ থেকে মুক্তি দিয়ে পৃথিবী থেকে আসুরিক শক্তির বিনাশের মাধ্যমে শান্তি স্থাপন করবেন, এই কামনায় এই তিথিতে দুর্গোৎসবের আয়োজন।

অক্টোবর ১২.২০২১ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুচ/রারি