জিনের বাদশাকে ধরল রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ

রাজশাহীতে “জিনের বাদশা” পরিচয় দানকারী প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নিজেকে আল্লাহর ওলি ও জিনের বাদশা পরিচয় দিয়ে বাগমারা থানার কানাইশহর সাহাপাড়ার আফছার আলীর কাছ থেকে দুই লক্ষাধিক টাকা এবং সাড়ে তিনভরি স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জামিরুল ইসলাম (৩৫), পিতা. আকবর আলী গ্রাম. দরবস্ত (কানিপাড়া) কোমড়পুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল।

আরো পড়ুন :
সিনহা হত্যা: সার্জেন্ট জিয়াউরের সাক্ষ্যগ্রহণ শুরু
জেলা প্রশাসকের সঙ্গে যশোর স্টার্টআপের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম( বার) নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি টিম কর্তৃক গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মো. ইফতে খায়ের আলম।

অক্টোবর ১২.২০২১ at ০৯:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি