শিবগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও অনুদান প্রদান

বগুড়ার শিবগঞ্জের পৌর এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে শিবগঞ্জ বঙ্গবন্ধু স্কয়ার চত্ত্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বস্ত্র ও অনুদান বিতরণ করা হয়। শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

আরো পড়ুন :
অভিনেতা ড. ইনামুল হক আর নেই
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলে আটক

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি আ. ছাত্তার, সাধারণ সম্পাদক, খম শামীম, যুবলীগ নেতা সাহাবুদ্দিন শিবলী প্রমূখ। প্রসঙ্গত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌর এলাকার ৩০০ হিন্দু পরিবারের মাঝে বস্ত্র ও অনুদান প্রদান করা হয়।

অক্টোবর ১১.২০২১ at ১৯:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি