ভারতের জম্মু-কাশ্মিরে ৫ সেনা নিহত

জম্মু-কাশ্মিরের পুঞ্চ সেক্টরে অভিযান চলাকালে এক সেনা কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে পুঞ্চ সেক্টরের সুরানকোট এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে নামে সেনা সদস্যরা। সেখানে কয়েকজন ভারী অস্ত্রধারী এলাকাটিতে অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে যায় তারা। একপর্যায়ে অস্ত্রধারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয় সেনাদের।

আরো পড়ুন:
লাগামহীন ভোগ্যপণ্যের মূল্য
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৪ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লুকিয়ে থাকা দুর্বৃত্তরা অভিযানকারী দলের ওপর ব্যাপক গুলি বর্ষণ করে। এতে একজন জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্য পদমর্যাদায় ৪ জন গুরুতর আহত হন। পরে আহত ওই ৫ সেনার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত আছে বলে জানান প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র।

অক্টোবর  ১১.২০২১ at ১৬:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাটি/জআ