প্রতিবছর দুর্গা পূজায় নতুন গানে পূজাকে আরও উৎসবমুখর করে দেয়,তেমনি এবছর পূজাতে আনন্দ আর মন মাতাতে অরুপ ও সুমার ডুয়েট গান রিলিজ হয়েছে। গত শনিবার ২ অক্টোবর সংগীত পরিচালক তমাল হাসানের পরিচালনায় “ঘটা করে আশ্বিন মাসে মা যে মর্তে আসে” গানটি রিলিজ হয়।

গানটি গীতিকার ও সুরকার জনি বাকচী। গানটি টুয়েলভস নোটস স্টুডিও থেকে রেকর্ডিং করা হয় এবং তমাল হাসান ইউটিউব চ্যানেলে সিরিজ হয়। মাত্র কয়েক দিনে লাখো মানুষের মন মাতিয়েছে এই পূজার গানটি। সবাইকে মাতাতে আর পূজার মন্ডোবে গানটি মানুষ মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গানের গীতিকার ও সুরকার জনি বাকচী বলেন, আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছি পূজার সুন্দর একটি গান লেখার সেইটা করতে পেরেছি খুবই ভাল লাগছে।

আরো পড়ুন :
“আমাদের দেশ সুন্দর ও ভাতৃত্ববোধ সম্পূর্ণ সম্প্রীতির দেশ “- সুদীপ কুমার চক্রবর্তী
স্কুল শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংগীত পরিচালক তমাল হাসান বলেন, গানটি আমার হাতে আসলে পড়ে খুবই ভাল লাগে তারপর আমি কন্ঠ শিল্পী হিসেবে অরুপ বিশ্বাস ও এসবি সুমা কে দিয়ে ডুয়েট গানটি রেকর্ড করায়, তারা খুবই ভাল গেয়েছে। আশা করি শ্রোতাদেরও গানটি খুব ভাল লাগবে। এই পূজায় “ঘটা করে আশ্বিন মাসে মা যে মর্তের আসে গানটি ইতিমধ্যে মানুষের মন জয় করে নিয়েছে।

অক্টোবর ১১.২০২১ at ১৫:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি