চৌগাছায় সাত ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের চৌগাছায় মাত্র সাত ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ও রবিবার মাত্র সাত ঘন্টার মধ্যে আক্তারুজ্জামান (২৬) ও শরিফুল ইসলাম (৫০) নামে দুই দিনমজুর নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত শরিফুল উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জামালতা গ্রামের মৃত শুকুর আলী কারিগরের ছেলে এবং আক্তারুজ্জামান ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সাকো বাজার মোল্লাডাঙ্গার আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর পাঁচটার দিকে শরিফুল ইসলাম চৌগাছা-যশোর সড়ক দিয়ে বাইসাইকেলে চুড়ামনকাঠি বাজারে কাজ করতে যাওয়ার পথে সিংহঝুলী মল্লিকবাড়ী নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।

তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শনিবার রাত পৌনে দশটার দিকে চৌগাছা শহরের ফারহানা টাওয়ারের সামনে একটি মাটিবহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যান আক্তারুজ্জামান নামে এক এক্সেভেটর চালকের সহকারী।

আরো পড়ুন :
ঘোড়াঘাট মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ প্রার্থী ইউনূছ আলী মন্ডল
“আমাদের দেশ সুন্দর ও ভাতৃত্ববোধ সম্পূর্ণ সম্প্রীতির দেশ “- সুদীপ কুমার চক্রবর্তী

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে নয়টার দিকে শহরের তানজিলা ব্রিকসে মাটিবহনকারী একটি মাটিভর্তি ট্রাক্টরের চালকের পাশে বসে চৌগাছা ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন তিনি। ট্রাক্টরটি চৌগাছা-যশোর সড়কের ফারহানা টাওয়ারের সামনে পৌঁছালে রয়েল পরিবহনের একটি বাস ট্রাক্টরটি ক্রস করার সময় ধাক্কা দিলে নিচে পড়ে যান আক্তারুজ্জামান।

এসময় ট্রাক্টরটির পেছনের চাকা তার শরীর পিষ্ট করে। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহতের স্বজনরা জানান, তিনি পেটভরা নামক স্থানে তার এক্সেভটরে চালকের সাথে মাটি কেটে ট্রাক্টরে ভরে দিচ্ছিলেন। এক্সেভেটরের তেল ফুরিয়ে গেলে মাটিভর্তি ট্রাক্টরে করেই তিনি তেল নিতে যাচ্ছিলেন।

অক্টোবর ১০.২০২১ at ২১:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমই/রারি