সয়দাবাদ ইউনিয়নে পূণরায় নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যান নবীদুল ইসলামকে গণসংবর্ধনা

দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পথে পথে হাজারো নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীদুল ইসলাম।

রবিবার (১০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীদুল ইসলাম পৌঁছলে হাজার নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা তাকে নৌকা সম্বলিত ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন।

এরপর মোটর সাইকেল, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অসংখ্য পরিবহন সম্বলিত শোভাযাত্রা পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় প্রত্যেক মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা চেয়ারম্যান নবীদুল ইসলামকে দোয়ার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানান।

শোভাযাত্রা প্রদক্ষিণ শেষে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে আসলে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ আলহাজ্ব মো. নবীদুল ইসলামকে ফুলেল সংবর্ধনা দেন। এরপর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীদুল ইসলাম। গণসংবর্ধনা অনুষ্ঠানে ঢাক-ঢোল পিটিয়ে মিছিল নিয়ে যোগ দেন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী।

আরো পড়ুন :
সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বাংলাদেশ -তথ্যমন্ত্রী
পরীমনিকে নিয়ে কবিতা লিখলেন গাফফার চৌধুরী

এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানস্থলে আসার সময় নেতকর্মীদের বর্ণিল মিছিলে ছিল আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের ব্যানার-ফেস্টুন এবং আওয়ামীলীগ মনোনীত মো. নবীদুল ইসলামকে নৌকা মার্কায় বিজয়ী করতে নানা শ্লোগান যেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. গাজী আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মো. সেলিম হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

এর আগে, রবিবার ১০ (অক্টোবর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব নবীদুল ইসলামকে দ্বিতীয়বারের মত নৌকার প্রতীকে মনোনয়ন দেয়া হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৮-২৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

অক্টোবর ১০.২০২১ at ১৯:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি