তাড়াইলের ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন রয়েছে। তাড়াইল উপজেলার ১নং তালজাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন সেলিম খান, ২নং রাউতি ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন তারিক, ৩ নং ধলা ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন আফরোজ আলম ঝিনুক, ৪ নং জাওয়ার ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান, ৫ নং দামিহা ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন একে মাইনুজ্জামান নবাব, ৬ নং দিগদাইড় ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন গোলাপ হোসেন ভুঁইয়া এবং ৭নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে (নৌকা) মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান।

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসাবে মনোনিত হয়েছেন নতুন ও পুরাতন মুখ। এদিকে তারা নৌকার মাঝি হিসাবে মনোনিত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

আরো পড়ুন:
স্কুল শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
পেকুয়া সদর ইউপি নির্বাচনে নৌকা’র মনোনয়নে এগিয়ে ব্যবসায়ী মুকুল

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী বলেন, তৃনমূল জরিপের ভিত্ততে দল উপজেলার ৭টি ইউপিতে নৌকা প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদি তাড়াইলবাসী উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিবেন।

তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, এবারও যারা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন আমি আশাবাদী তারা সবাই বিপুল ভোটে বিজয়ী হবেন। এছাড়াও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য তারা সকলেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন।

অক্টোবর  ১০.২০২১ at ১৭:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/জআ