নড়াইলের বাঁধাঘাটে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উদ্বোধন

নড়াইলের বাঁধাঘাটে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের উদ্বোধন করা হয়েছে।  রবিবার নড়াইল শহরের বাঁধাঘাটে, মন্দির কমিটির আয়োজনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য (এমপি) ও নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ।

আরো পড়ুন :
পেকুয়া সদর ইউপিতে নৌকার মনোনয়নে এগিয়ে ব্যবসায়ী মুকুল
সিংগাইরে ইউপি নির্বাচনের দলীয় প্রতীক বরাদ্ধ নিয়ে বাণিজ্যের অভিযোগ

মন্দিরের উদ্বোধন করেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। মন্দির কমিটির সভাপতি শিশির কুমার বৈরাগীর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌর মেয়র মো. ওয়াহিদুজ্জামান হিরা, বিশিষ্ট সমাজ সেবক সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মন্দিরের কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার, মন্দির কমিটির কর্মকর্তা-সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

অক্টোবর ১০.২০২১ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি