নরসিংদীর মনোহরদীতে ৫২ টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করেন শিল্পমন্ত্রী

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ৫২ টি পূজা মন্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর (শনিবার) সকালে মনোহরদী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এম পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস.এম কাশেম।

আরো পড়ুন :
নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ
শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা

পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন রায়ের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়া শীষ রায়, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র, সাধারণ সম্পাদক, খাদেমুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্যরা।

এ সময় উপজেলার ৫২টি পূজা মন্ডপের প্রত্যেক মন্ডপে সরকারি ও ব্যক্তিগত অনুদান মিলিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম পি নগদ ১৯৫০০ টাকা করে বিতরণ করেন।

অক্টোবর ০৯.২০২১ at ২০:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রিপাতি/রারি