পাকিস্তানের দীর্ঘতম ব্যক্তি মুহাম্মদ ইজাজ এর মৃত্যু

মুহাম্মদ ইজাজকে পাকিস্তানের সবচেয়ে দীর্ঘতম ব্যক্তি বলে দাবি করতেন তার পরিবার। তিনি মাত্র ৪২ বছর বয়সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাকর জেলায় মারা যান। মুহাম্মদ ইজাজের পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছে যে তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন। ইজাজের ভাই আবদুল হামিদ বলেন, মারাত্মক হাড়ের রোগে ভুগছিলেন ইজাজ।

হামিদের দাবি, তার ভাই মুহাম্মদ ইজাজ হলেন পাকিস্তানের সবচেয়ে দীর্ঘতম ব্যক্তি। তার উচ্চতা ছিল আট ফুট দু’ইঞ্চি। কিন্তু, ইজাজের উচ্চতার বিষয়ে এমন তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন :
ঝালকাঠিতে ইলিশ রক্ষায় অভিযান, ৩২ হাজার ৫০০ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ
রূপগঞ্জে পৃথকস্থানে দুই যুবকের লাশ উদ্ধার

গত মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন জানা গেছে যে পাকিস্তানের দ্বিতীয় দীর্ঘতম ব্যক্তি নাসির সোমরোও মাত্র ৫১ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে ভুগছিলেন।

তার স্বাস্থ্যের খারাপ অবস্থার জন্য পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. আজরা ফজল পেচুহো তাকে করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্‍সার ব্যবস্থা করেছিলেন। তার চিকিত্‍সার খরচ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল।

অক্টোবর ০৮.২০২১ at ১৭:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সএ/রারি