প্লাস্টিকের বোতল কি দ্বিতীয়বার ব্যবহার করা উচিত, জেনে নিন

আমরা ঘরে-বাইরে যেকোনো জায়গাতেই প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকি।কখনো কিনে জল খেয়েই ফেলে দেই,আবার হয়তো কখনো সেই বোতলকেই পুনরায় ব্যবহার করে থাকি।তবে আমরা জানি প্লাস্টিকের বোতলটি দ্বিতীয়বার ব্যবহার করা উচিত কি না।

আপনি জানেন কি, এই প্লাস্টিকের বোতলের ঠিক তলায়ই আছে এ সতর্কবার্তা? না দেখে বাড়ি বা কর্মস্থলে আপনার নাগালে থাকা প্লাস্টিক বোতলের নিচে একপলক চোখ বুলিয়ে নিন।

১।প্রথম সতর্ক:
এই ধরণের প্লাস্টিকের বোতলে পলিথিলিন, যা সংক্ষেপে এলডিপিই নামে পরিচিত। এ ধরনের প্লাস্টিক স্বচ্ছ ও বাঁকানো যায়। এটি জুস ও দুধের পাত্রে ব্যবহার করা হয়। বেশির ভাগ বাজারের ব্যাগ এই প্লাস্টিক থেকে তৈরি।

২।দ্বিতীয় সতর্ক:
বাচ্চাদের বোতল,কাপ এই ধরণের বোতলগুলো পলিপ্রোপাইলিন যা সংক্ষেপে পিপি নামে পরিচিত।এই বোতলগুলোতে খারাপ ধরণের প্লাস্টিক থাকার এই বোতলগুলো আপনার বাচ্চাকে দিবেন না।

৩।তৃতীয় সতর্ক:
এএসটিএম ইন্টারন্যাশনালের মতে,জল বা জুসের বোতলগুলোকে সাংকেতিক কোড পিইটি বা পিইটিই নামে পরিচিত। এ ধরনের প্লাস্টিকের বোতল বা পাত্র অনেক দিন ব্যবহার করা ঠিক নয়। দীর্ঘ সময় গরম স্থানে রাখলে তা থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ নির্গত করে।

অক্টোবর ০১.২০২১ at ১৪:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সম/রারি