পদ্মায় অভিযানে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা

পদ্মা নদীতে বালু ভর্তি ট্রলার। ছবি : দেশ দর্পণ।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।

জানা যায়, পদ্মা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ অভিযানকালে বালু ভর্তি ট্রলারসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন :
ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর
বদলগাছীতে উম্মিয়া ওয়াহেদ ট্রাস্টের উদ্দ্যেগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), এসিল্যান্ড আফরোজ শাহীন খসরু সাংবাদিকদের জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুইজনকে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা বা অর্থদণ্ড করা হয়। পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অক্টোবর ০৭.২০২১ at ২৩:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরসে/রারি