শিবচরে ইলিশ শিকারের দায়ে ৩৩ জেলেকে ১ বছরের কারাদন্ড

মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৩ জন জেলেকে ১ বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাত ৩ টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৯ হাজার ৮ শত মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা প্রদান করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরো পড়ুন:
মায়ের গর্ভে থাকতেই শিশুকে বিক্রি করে দিয়েছিলেন নানি
আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা, মৃত্যু আরও বাড়ল

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসান জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।’

অক্টোবর ০৬.২০২১ at ::০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এদহ/জআ