কাজিপুরে পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প স্থাপনে সভা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প স্হাপনের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আয়োজনে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সভাপতিত্বে জনগনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের পরিচালক (এস ই এ্যান্ড ডি) মো. শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পবিস-২ এর সূযোগ্য জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, কাজিপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল্লাহ আল আমিন চৌধুরী, এজিএম (এম. এস) মো. রফিকুল ইসলাম, এবং সমিতি বোর্ডের সচিব মো. ফরিদুল ইসলাম।

আরো পড়ুন :
ঝিনাইদহে বাস-আলমসাধুর সংঘর্ষে নিহত-১, আহত-২
পলিতে শিবসার, অবৈধ দখলে পুকুর খনন ও মাছের ঘের

উক্ত মত বিনিময় সভায় কিভাবে সংযোগ গ্রহন করা যাবে, সোলার পাম্প ক্রয়ের ক্রেতার যোগ্যতা, সোলার পাম্প নির্বাচন পদ্ধতি ও সৌর বিদ্যুৎ চালিত পাম্পের সুবিধা ইত্যাদি বিষয়ে উপস্হিত জনগণের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

অক্টোবর ০২.২০২১ at ১৮:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি