কাজিপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক সভা

“মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে” এই প্রতিপাদ্যে কাজিপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১-২০২২ অর্থ বছর উপলক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কাজিপুর মেঘাই ঘাটে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার। সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান।

আরো পড়ুন :
ক্ষেতলালে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম
তাড়াইলে জাওয়ার ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এ সময় বক্তারা ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যম কর্মী, আড়ৎদার, নৌকা মালিক, মাঝি, জেলে, মৎস্যজীবী সমিতির সদস্য, মৎস্য দপ্তর কাজিপুরের কর্মচারী, লিফ ও অন্যান্য সচেতন নাগরিক সমাজের লোকজন।

সেপ্টেম্বর  ৩০.২০২১ at ২০১:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসোচা/রারি