একসঙ্গে ৫ শিশুর জন্ম, সবাই মৃত

প্রতিকি ছবি

এক সাথে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন খাতুন নামে এক নারী। তবে বাঁচানো সম্ভব হয়নি একটি সন্তানকেও।

জেসমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামের নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম শহিদের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে সাড়ে চার মাস বয়সী একটি বাচ্চার জন্ম দেন জেসমিন (২৪)। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে আরও চারটি বাচ্চার জন্ম নেয়। এরপর জেসমিনকে ১৯ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। আর চারটি বাচ্চাকে ২৪ নম্বর ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়।

হাসপাতালে জেসমিনের মা ফুলসন বেগম জানান, এবারই প্রথম গর্ভধারণ করেছিলেন তার মেয়ে। বাড়িতে প্রথমে তার একটি মেয়ে সন্তান হয়। সেটি বাড়িতেই মারা গেছে। এরপর হাসপাতালে নেওয়ার পর আরও চারটি ছেলে সন্তান হয়।

আরও পড়ুন:
ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রাফিদ মোস্তফা বলেন, মাত্র সাড়ে চার মাস বয়স হয়েছিল বাচ্চাগুলোর। এগুলোকে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিলো না। বিকেল ৩টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর ৫টার মধ্যেই বাচ্চা চারটি মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ওই প্রসূতি সুস্থ আছেন।

সেপ্টেম্বর ৩০.২০২১ at ২১:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ