গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই শক্তি তথ্যই মুক্তি’।

দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় সুজন- সুশাসনের জন্য নাগরিক, গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মাধুকর সম্পাদক কেএম রেজাউল হক।

আরো পড়ুন :
বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবিতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সুজনের জেলা কমিটির সম্পাদক প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, টিআইবির এরিয়া ম্যানেজার মাসুদ রানা। অশোক সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, মাসুদার রহমান মুকুল, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী নেত্রী সুচরিতা মুর্মু তৃষ্ণা। এর আগে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সেপ্টেম্বর  ২৮.২০২১ at ১৭:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি