নড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

“জলাতঙ্ক : ভয় নয়, সচেতনতায় জয় ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২১। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ, নড়াইল ও জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিসিডি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের উপর সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
গাবতলীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের উদ্বোধন

সভায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মো. ফোরকান আলী, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মি, ডাক্তার, স্বাস্থ্য সংশ্লিস্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ২৮.২০২১ at ১৫:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি