আত্রাই অনলাইন হেল্পডেস্ক কার্যক্রম উদ্ধোধন

জনগনের দোরগোড়ায় সেবা প্রদান সহজীকরণ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই অনলাইন হেল্পডেস্ক কাযত্রুমের উদ্বোধন ও “যেখানে মাদক সেখানেই প্রতিরোধ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।

আরো পড়ুন :
রাজাপুরে স্কুলের আর্থিক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধাগণ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,‌ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি মধুগুড়‌ন‌ই আশ্রয় প্রকল্পে গিয়ে জামে মসজিদ, সৃষ্টিনন্দন বাসার স্থান, শিশুপার্ক ও বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন।

সেপ্টেম্বর  ২৭.২০২১ at ১৬:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কার/রারি