রূপগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস অডিটরিয়ামে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, তারাবো পৌরসভা মেয়র জানাবা হাছিনা গাজী, উপজেলা কৃষি অফিসার জনাব ফাতেহা নুর।

আরো পড়ুন :
পাঁচবিবিতে আলুর দাম না থাকায় লোকসানের মুখে কৃষক
বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

অন্যানদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম, উপজেলা যুবমহীলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, সরকারী মুড়াপাড়া কলেজ ছাত্র-সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব প্রমুখ।

সেপ্টেম্বর  ২২.২০২১ at ১৭:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/লিরা/রারি