নওগাঁয় টিটিসি চত্ত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে নওগাঁয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) চত্ত্বরে ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁর বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে এ সময় ২শতাধিক ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ কৃষ্ণচুড়া গাছ রোপন করা হয়েছে।

এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক পারভীন এস রাব্বী, অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক সুমন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ইনডিপেনডেন্ট টিভি নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক সুলতানুল আলম মিলন, নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, দৈনিক জয়যুগান্তর পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক উত্তন কোন পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
১৫ দফা দাবিতে বেনাপোল ট্রাক শ্রমিকদের ৩ দিনের কর্মবিরতি
যশোরের গরীব অসহায় দুস্থ্য রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান

উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি. মি. রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সোরা/রারি