যশোরের গরীব অসহায় দুস্থ্য রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান

করোনাকালীন সময়ে যশোরের গরীব অসহায় দুস্থ্য রোগীদের জন্য চিকিৎসা সামগ্রি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।

মঙ্গলবার দুপুরে যশোর কালেক্টরেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আক্তারুজ্জামানের হাতে এ চিকিৎসা সারঞ্জম তুলে দেন সংস্থার জোনাল ম্যানেজার অলোক সাহা।

এসময় উপস্থিত ছিলেন বেসকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীরসহ জেলা প্রশাসন ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্থার পক্ষ থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের এ চিকিৎসা সামগ্রি দেওয়া হয়।

আরও পড়ুন:
ইভ্যালির রাসেল-শামীমার মুক্তির দাবিতে মানববন্ধন
ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সেপ্টেম্বর ২১.২০২১ at ১৪:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মআক/জআ