রাজশাহীতে ২১ ক্যান বিয়ারসহ মাদক কারবারী গ্রেফতার-১

রাজশাহীর চারঘাটে ২১ বোতল বিয়ারক্যান সহ মো. লালন ইসলাম (২৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

গতকাল সোমবার রাত ৯টায় জেলার চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ২১ বোতল বিয়ারক্যান উদ্ধার করা হয়। গ্রেফতার মো. লালন ইসলাম নাটোর জেলার বাগাতিপাড়া থানাধিন চক গোয়াস গ্রামের মৃত মইর উদ্দিনের ছেলে।

আরো পড়ুন :
কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি গঠন
ভারতে পাচার হওয়ার ৩ বছর পরে দেশে ফিরেছে ৩৭ কিশোর,কিশোরী ও নারী

গতকাল মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গায়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রামে ১জন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ২১ক্যান বিয়ারসহ মো. লালন ইসলামকে গ্রেফতার করে।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

সেপ্টেম্বর  ২১.২০২১ at ১১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি