শেখ হাসিনার কাছে সব ধর্মের মানুষ সমান-এমপি কাজী নাবিল

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার কাছে সব ধর্মের মানুষ সমান। তিনি ধর্মের ভিত্তিতে কাউকে বিশেষ গুরুত্ব দেন না। মানুষ হিসেবে সবাই মূল্যায়ন করেন। তাই একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে সম্প্রীতির বাংলাদেশ গড়া। সেখানে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করেন। কাউকে বিশেষ দৃষ্টিতে দেখা হয় না।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই নাগরিক হিসেবে সমান গুরুত্ব পান। সেই সকল ধর্মীয় অনুষ্ঠানে উৎসবে পরিণত হয়। আজ সোমবার (২০ সেপ্টেম্বর) যশোর শহরের বেজপাড়ায় দুর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

যশোর জেলা তাঁতীলীগের সহ-সভাপতি গৌরঙ্গ পাল বাবুর আয়োজনে এ অনুষ্ঠানে কাজী নাবিল আহমেদ বলেন, শেখ হাসিনা দেশে উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষা, ব্যবসা, চাকরি, স্বাস্থসহ অর্থনৈতিক সব সূচকে সবাইকে সমান সুযোগ দিয়েছেন। ভাল থাকার জন্য জাতি, ধর্ম, বণ নির্বিশেষে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

আরো পড়ুন :
‘অকাস’ নিয়ে উত্তেজনা, নিন্দা উত্তর কোরিয়ার
হাতকড়া নিয়েই পালিয়ে গেল আসামি!

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফর কবীর বিজু, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য কেরামত আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি মাহামুদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম আলো, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, তানভীর ভূইয়া লিমন প্রমুখ।

সেপ্টেম্বর  ২০.২০২১ at ২১:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি