ইউপি নির্বাচনে পাইকগাছার সোলাদানায় পুলিশি মহড়ায় স্থানীয়দের মাঝে স্বস্থির নিশ্বাস

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে সামনেরেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে পাইকগাছা থানা পুলিশ ।

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোলাদনা ইউনিয়নে পুলিশের ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় অসংখ্য নারী পুরুষ রাস্তায় দু’ ধার দিয়ে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানায়।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) বক্তব্য রাখেন। ভোটের দিন কেউ কোন প্রকার সুযোগ নিতে পারবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতার কথাও জানান তিনি।

আরো পড়ুন :
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানরে কর্মচারীদরে ৫ দফার দাবিতে সমাবেশ
রূপগঞ্জে মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের কথাও জানান তিনি। তবে কেউ উদ্দেশ্যমূলকভাবে বিশৃংখলা সৃষ্টি করলে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুলিশি মহড়ায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) জিয়াউর রহমান, ওসি (অপারেশন) স্বপন রায়, এসআই অভিজিৎ, এসআই তাকবীর হোসেনসহ একঝাক পুলিশ সদস্যরা।

সেপ্টেম্বর  ১৭.২০২১ at ২২:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেনাশা/রারি