সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে পরে ফারদিন আহমেদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াপাড়া গ্রামের শিক্ষক মছদ্দর আলীর ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল।

আরো পড়ুন :
উৎসব করে লাশ দাফন ও পবিত্র কালেমা বিকৃতকারী সেই ভণ্ডপীর গ্রেপ্তার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানরে কর্মচারীদরে ৫ দফার দাবিতে সমাবেশ

স্থানীয়রা জানান, নোয়াপাড়া গ্রামের ছেলেরা লক্ষীপুর গ্রামের মাঠে ফুটবল খেলাধুলা করে খাসিয়ামারা নদীতে গোসল করতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সবার সাথে ফারদিনও খাসিয়ামারা নদীর পাড়ে যায়। একপর্যায়ে ফারদিন খাসিয়ামারা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।

তার সাথে থাকা ছেলেরা ফারদিনের বাড়িতে এসে খবর দিলে পরিবারের লোকজন গিয়ে খাসিয়ামারা নদীতে অনেক খোঁজাখুজি করে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজনরা। পরে লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেপ্টেম্বর  ১৭.২০২১ at ২১:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাআভূঁ/রারি