রাজশাহীতে যৌথ অভিযানে দু‘টি প্রতিষ্ঠানকে মামলা ও নগদ অর্থ জরিমানা

রাজশাহীতে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ অভিযান পারিচালনা করা হয়। এ সময় মহানগরীর মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার ফিলিং স্টেশন, মেসার্স সোয়াইল ফিলিং স্টেশনের সকল ডিস্পেন্সিং ইউনিট পরিমাপের সঠিক পাওয়া যায়।

তবে নগরীর উপকন্ঠ বেলপুকুর মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনে অকটেন ডিস্পেন্সিং ইউনিটের প্রতি ১০ লিটারে ৬০ মি.লি. কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন :
১৫ বছর আগে মেহেদীকে বলা হাথুরুর কথাই সত্যি হলো
জবি শিক্ষকদের গবেষণা প্রকল্পের আহ্বান

এর আগে বুধবার (১৫ সেপ্টম্বর) নগরীর কাশিয়াডাঙ্গায় সামিরা কুঠি বাড়ি মিষ্টি ঘরে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকার পরও বিস্কটি, পাউরুটি ও দই পণ্য বিক্রি ও বিতরণ অব্যাহত রাখায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন, মো. জহুরুল হক, সহকারী পরিচালক (ডিএম), মো. শরীফ হোসেন ফিল্ড অফিসার (সিএম), শাহ্ আলম পলাশ খাঁন পরিদর্শক (বিএসটিআই), রাজশাহী। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআইএর সহকারী পরিচালক মো. জহুরুল হক।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ১৯:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি