পাইকগাছায় পুলিশের তৎপরতায় ডাকাতের সর্দার আটক

পাইকগাছার কপিলমুনিতে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে স্থানীয় ফাঁড়ি পুলিশ মিলন বেগ (৪১) নামে এক আন্ত:জেলা ডাকাত সর্দারকে আটক করেছে। আটক মিলন নড়াইলের কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে।

পুলিশ জানায়, মিলন দীর্ঘ দিন ধরে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাড়াটিয়া। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আলীম জানান, তাদের কাছে খবর আসে যে, উপজেলার কপিলমুনির নাছিরপুর আমির আলী শেখের সুপারি বাগানে ১২-১৩ জন লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

আরো পড়ুন :
সিয়ামের এমন বেশের রহস্য কী?
বান্দরবানে পাহাড়ি ঢলে ভাইবোনের মৃত্যু, মা নিখোঁজ

এসময় গোপনে কপিলমুনি ফাঁড়ি পুলিশ অভিযান চালায়। এদিকে পুলিশি উপস্থিতি টের পেয়ে মিলন বেগ ছাড়া অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ শফী জানান, আটক মিলন একজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার নামে নড়াইলের কালিয়া থানায় অস্ত্র ও মাদকসহ ৬ টি মামলা রয়েছে। আইনে প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ১৮:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেনাশা/রারি