শুক্রবারে ২১ নিয়োগ পরীক্ষা

চাকরি পরীক্ষা/ফাইল ছবি।

করোনা মহামারির কারণে আটকে আছে অনেকগুলো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসাতে ফের শুরু হয়েছে এসব নিয়োগ পরীক্ষা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে (সকাল-বিকাল) অনুষ্ঠিত হবে ২১টি নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে পরিধান করতে হবে মাস্ক।

২১ নিয়োগ পরীক্ষা
* ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন

* দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে ১১টা ৩০ মিনিটে। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরীক্ষার সময় সকাল ১১টা ৩০ মিনিটে।

* বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, চলবে ১২টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদফতরের ‘ওয়াচার কনস্টেবল’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। এ ছাড়া ২৪ সেপ্টেম্বরও প্রতিষ্ঠানটির একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

* বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিভিন্ন পদে ১৭ ও ২৪ সেপ্টেম্বর এবং ১, ৮ ও ১৫ অক্টোবর সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পরীক্ষার সময় সকাল ১১টা।

* বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড’র ‘মিটার টেস্টার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পরীক্ষা শুরু হবে বিকাল ৩টায়।

* উত্তরা ব্যাংক লিমিটেড লিমিটেডের ‘প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। চলবে এক ঘণ্টা। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র পরীক্ষা চলবে বিকাল ৩টা-৪টা পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* যমুনা ব্যাংক লিমিটেডের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি/প্রবেশনারি অফিসার’ পদে পরীক্ষা বিকাল ৩টা ৩০ মিনিটে। প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন।

* বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র পরীক্ষা ১৭ ও ১৮ সেপ্টেম্বর। সময়: বিকাল ৩টা।

এসব পরীক্ষা ছাড়াও এদিন (সকাল ও বিকাল) বিএএফ শাহীন কলেজ, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট’র বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেপ্টেম্বর ১৬.২০২১ at ১১:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিটি/জআ