তাড়াইল থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ১০ হাজার শলাকা নকল বিড়ি ও ডিলার আটক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দর নগর বাজারে নকল ব্রান্ডরোল সম্বলিত আফিজ বিড়ির গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার শলাকা নকল বিড়ি আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৮৮ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (১৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে তাড়াইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) জয়নাল আবেদীন সরকার এ অভিযান পরিচালনা করেন। এ সময় নকল ব্রান্ডরোল সম্বলিত ১ লক্ষ ১০ হাজার আফিজ বিড়ি জব্দ করে এবং এই নকল বিড়ির সাথে জড়িত থাকা স্থানীয় ডিলার আমিনুর রহমানকে আটক করেন।

আরো পড়ুন :
বগুড়া কাহালুতে রাজন ফার্নিচার মার্টের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল
দীর্ঘ দিন ধরে বন্ধ ফেরি চলাচল, এখনো কমেনি স্রোত

এদিকে আটককৃত স্থানীয় ডিলার আমিনুর রহমান বলেন, এইসব নকল বিড়ি নরসিংদীতে তৈরী হয়। আমরা অল্প দামে কিনে এনে বেশি টাকায় বিক্রি করি।

তাড়াইল থানার অফিসার ইনর্চাজ (ওসি) জয়নাল আবেদীন সরকার জানায়, অভিযান পরিচালনার সময় নকল ব্রান্ডরোল সম্বলিত ১ লক্ষ ১০ হাজার শলাকা নকল আফিজ বিড়ি আটক করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৮৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সেপ্টেম্বর  ১৫.২০২১ at ২৩:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শই/রারি