কোটচাঁদপুরে বিএসটিআই এর অভিযানে ফিলিং স্টেশনে ৫৫ হাজার জরিমানা

তেলের পরিমাপে কম দেওয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএসটিআই এর অভিযানে সৌদিঅটো মোবাইলস্ ও কোটচাঁদপুর ফিলিং স্টেশন নামে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার বিকালে শহরের কলেজ বাসষ্টান্ডে অবস্থিত কোটচাঁদপুর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেলের মিটারে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনের মালিক দবির মিয়াকে ৪০ হাজার জারমানা আদায় করা হয়। পরে মেইন বাজারে সৌদি অটো মোবাইলসে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকা ও ওজনে কম দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার
র‌্যাংকিং নিয়ে দুঃসংবাদ পেলেন সাকিব, উন্নতিতে মুস্তাফিজুর

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় মেট্রোলজি পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক অভিযানে উপস্থিত থেকে এই জরিমানা আদায় করেন। এই সময় সংস্থায় কর্মরত কর্মকর্তা সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ১৫.২০২১ at ২২:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি