ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি ই-কমার্সসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তঃমন্ত্রণালয়ের সুপারিশ

ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাপারে আর দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ই-ভ্যালিসহ ই-কমার্স প্রতিষ্ঠানে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সেলের প্রধান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

আরো পড়ুন:
কাহালুতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সাংবাদিক গোলাম নবী খোকন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত

হাফিজুর রহমান বলেন, ‘সভায় ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ বিভিন্ন ই-কমার্সের বিষয় উঠে এসেছে। প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে আইন অমান্য করেছে, সুতরাং মিনিস্ট্রি সরাসরি কোনও দায়িত্ব না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রেফার করা। যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।

সেপ্টেম্বর ১৪.২০২১ at ১৯:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বিটি/জআ