ক্ষেতলালে ঐতিহাসিক আছরাঙ্গা দীঘি অতিথিশালা এর শুভ উদ্বোধন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ঐতিহাসিক আছরাঙ্গা দীঘিতে ঘুরতে আসা অতিথিদের বিশ্রামের জন্য অতিথিশালা এর শুভ উদ্বোধন করেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদ হতে ২ কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক আছরাঙ্গা দীঘিতে আগত অতিথিদের বিশ্রামের জন্য ২ কক্ষ বিশিষ্ট একটি অতিথিশালার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম।

আরো পড়ুন :
নির্বাচনের আগে বোমা বিস্ফোরণে কাউন্সিলর প্রার্থীর দেহরক্ষী আহত
পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

এ সময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা ভূমি অফিসের নাজির মেহেদী হাসান, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামিম, ক্ষেতলাল পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু মূসা আশারি কিং, বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী রানা চৌধুরী, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার ও আমানুল্লাহ্ প্রমূখ।

সেপ্টেম্বর  ১৪.২০২১ at ১৯:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোশাইশা/রারি