সাংহাই শহরে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চানথু’

চীনের বাণিজ্যিক শহর সাংহাই-এ আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চানথু’। বাতিল করা হয়েছে বিমান, ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। চানথুর প্রভাবে চীনের উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার সাংহাই-এর উপকূলে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড়টি। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্তৃপক্ষ ফ্লাইট ও ট্রেন পরিষেবা বাতিল করেছে। উপকূলীয় এলাকা ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে।

আরো পড়ুন:
যেসব খাবার বাদ দিলে চুল পড়া বন্ধ হতে পারে
শিক্ষার্থী থাকলেও নেই স্কুলভবন-শিক্ষক

আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টি উপকূলে আসার পরই দুর্বল হয়ে পড়বে। সাংহাই শহরে ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সেপ্টেম্বর ১৩.২০২১ at ১২:০৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বাট্রি/জআ