আইপিএল খেলতে মধ্যরাতে দুবাইয় যাচ্ছেন সাকিব-মুস্তাফিজ

আইপিএলে অংশ নিতে আজ রোববার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। জানা গেছে, দুজন একই ফ্লাইটে যাবেন। তাদের ফ্লাইট আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে।

আইপিএলের এবারের আসর গত মার্চে ভারতে শুরু হলেও ২৯ ম্যাচ পর স্থগিত করে দেওয়া হয়। বাকি ৩১ ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে আইপিএলের বাকি অংশ।

উল্লেখ্য, আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স আর ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।

নিজেদের আইপিএল খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘নিঃসন্দেহে এটা দলের জন্যই ভালো হবে। কারণ আমি আর মুস্তাফিজ বিশ্বকাপের ভেন্যুতেই অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আইপিএল খেলবো। আর তাই বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষের খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কেও ধারণা পাবো। আর যেটা দলের সঙ্গে শেয়ার করতে পারব।’

আরো পড়ুন:
পেকুয়ায় সিএনজি গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনতাই!
কাজী নজরুল ইসলাম সম্মাননা ২০২১ পেলেন কবি ও লেখক খোরশেদ আলম বিপ্লব

এদিকে, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাকিব আল হাসান। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন সাকিব। সঙ্গে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিও। সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’

আইপিএলের এবারের আসর যথারীতি ঘরের মাঠে শুরু হলেও করোনার প্রকোপে মাঝপথেই তা স্থগিত হয়ে যায়। তবে সে সময় করোনার কারণে বাড়তি সতর্কতা হিসেবে দর্শকশূন্য গ্যালারিতেই মাঠে গড়িয়েছিল এবারের আসর। এবার বদলাতে চলেছে সেই ছবি। প্রিয় দলের জন্য মাঠে বসে গলা ফাটাতে পারবেন দর্শকরা।

সংযুক্ত আরব আমিরাতের সরকারের তরফে বলা হয়েছে, ‘দুটি টিকা নেওয়া থাকলে দর্শকরা মাঠে ঢুকতে পারবে।’ আরও জানা গেছে, ‘যদি কারো দুই ডোজ টিকা নেওয়া থাকে তাহলে মাঠে এসে খেলা দেখতে পারবে। তবে সেই টিকা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকাভুক্ত হতে হবে।’

সেপ্টেম্বর ১২.২০২১ at ২১:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ